সোনালী রোদ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এতে বৃহত্তর সিলেটের প্রত্যান্ত অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন ঘটনা তুলে ধরা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের একটি প্রামণ্য চিত্র বলা যায়। উপনাসের নায়েক কামরুল হাসানারের বাবা একজন উচ্চ শিক্ষিত এবং মুক্তিযুদ্ধা। বিশ্ব বিদ্যালয়ে পড়া অবস্থায় দেশ প্রেমে উদ্বোব্ধ হয়ে তিনি...